বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঠকের চাহিদা পূরণই প্রধান লক্ষ্য

  •    
  • ১ অক্টোবর, ২০২৩ ০০:০৫

‘খবরের সব দিক, সব দিকের খবর’ স্লোগানকে ধারণ করে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা থেকে কখনোই বিচ্যুত হয়নি নিউজবাংলা। হাজারো খবরের ভেতর থেকে বস্তুনিষ্ঠ সংবাদটি বের করে সবার আগে পাঠকের কাছে পৌঁছে দেয়ার কাজটি আন্তরিকতার সঙ্গে করে চলেছেন প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা।

বিশ্বায়নের এই সময়ে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় প্রতিটি ক্ষেত্রে এখন বাড়তি গতি। তাল মিলিয়ে চলতে না পেরে অনেকে পিছিয়ে পড়ছে; হারিয়ে যাচ্ছে। সেই জায়গা দখল করে নিচ্ছে অন্যরা। তৈরি হচ্ছে নতুন নতুন ক্ষেত্র।

সংবাদমাধ্যমেও ঘটে চলেছে যুগান্তকারী পরিবর্তন। প্রযুক্তিতে ভর করে এগিয়ে যাচ্ছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম। সংবাদপত্রের পাতা ও টেলিভিশনের পর্দা থেকে পাঠক-দর্শকের দৃষ্টি কেড়ে নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউব।

প্রযুক্তির উৎকর্ষে ভর করে সামনের দিনগুলোতে সংবাদমাধ্যম কোন পথে ধাবিত হবে, সেই উপলব্ধি থেকেই জন্ম ‘নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম’-এর। ২০২০ সালের ১ অক্টোবর আত্মপ্রকাশের পর সংবাদমাধ্যমটি ইতোমধ্যে পাড়ি দিয়েছে তিনটি বছর।

সাফল্যের সিঁড়ি বেয়ে চতুর্থ বর্ষে হাঁটা শুরু করল নিউজবাংলা।

‘খবরের সব দিক, সব দিকের খবর’ স্লোগানকে ধারণ করে যে আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, তা থেকে কখনোই বিচ্যুত হয়নি এই নিউজ পোর্টাল। হাজারো খবরের ভেতর থেকে বস্তুনিষ্ঠ সংবাদটি বের করে সবার আগে পাঠকের কাছে পৌঁছে দেয়ার কাজটি আন্তরিকতার সঙ্গে করে চলেছেন প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা।

খবরকে খবরের মতো করেই তুলে ধরার চেষ্টা থেকেছে সবসময়। তাতে রং চড়ানো বা নিজস্ব মতামত যুক্ত করে পাঠকের কাছে চাপিয়ে দেয়ার চেষ্টা থাকেনি কখনোই।

খবর পরিবেশনের ক্ষেত্রে এর বিষয়বস্তু প্রাধান্য পেয়েছে; কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তি বড় বিবেচ্য হয়ে ওঠেনি। সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই করে চলেছে নিউজবাংলা।

নীতি-আদর্শ নিয়ে এগিয়ে চলার সময়টাতে সতত পাশে থেকেছেন বোদ্ধা পাঠক। তারা সাদরে গ্রহণ করেছেন শুভ এই প্রয়াসকে। মতামত দিয়ে উৎসাহিত করেছেন। সে সুবাদে বেড়েছে পরিচিতি। দিনে দিনে বেড়েছে পাঠক। তৈরি হয়েছে নতুন নতুন পাঠকশ্রেণি। ভারি হয়েছে অর্জনের পাল্লা।

নিউজবাংলার তৃতীয় বর্ষপূর্তিতে এসে যতটুকু অর্জন ও অগ্রগতি, তার বড় অংশই প্রাপ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা মালিক কর্তৃপক্ষের। তারা পাশে থেকেছেন বলেই দায়িত্বরত সংবাদকর্মীরা স্বাধীনভাবে লিখতে পেরেছেন। পাঠক পেয়েছে প্রকৃত খবরটি।

নিউজবাংলার প্রাণভোমরা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-মালিক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত। প্রতিষ্ঠানের প্রতিটি সংবাদকর্মীর কাছে তিনি প্রিয় নাফিজ ভাই।

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধ ইস্যুতে কোনো আপস নয়—এটাই হলো তার প্রথম নির্দেশনা। এর বাইরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি প্রতিষ্ঠানের সাংবাদিকদের দিয়েছেন অবারিত স্বাধীনতা।

সত্য প্রকাশে তার পক্ষ থেকে কখনোই বাধা আসেনি; বরং তিনি উৎসাহ জুগিয়ে চলেছেন। সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠী যত প্রভাবশালীই হোক, তাদের অযাচিত কোনো চাপ এলে তিনি সামনে থেকে মোকাবিলা করে যাচ্ছেন।

প্রতিষ্ঠানের উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের নামও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। প্রতিষ্ঠান সাবলীলভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি বরাবরই সহায়তার হাত বাড়িয়ে রেখেছেন।

নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম-এর প্রকাশক শাহনুল হাসান খান, যার সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি থাকে এই পোর্টালে। প্রকাশিত খবরে কোনো ভুল, অসঙ্গতি বা ঘাটতি দেখামাত্র তিনি হাতে তুলে নেন টেলিফোন। ও প্রান্ত থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল সংবাদকর্মীদের ধরিয়ে দেন খবরের অসম্পূর্ণতা বা বিচ্যুতি। আর সে সুবাদে পাঠক পায় সর্বাঙ্গীন নির্ভুল খবর।

চৌধুরী জাফরউল্লাহ শারাফাত দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক। এই ক্রীড়া ব্যক্তিত্বের কণ্ঠের সঙ্গে পরিচিত নন এমন মানুষ দেশে খুঁজে পাওয়া দুষ্কর। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি রয়েছে প্রখ্যাত এ ক্রীড়া ধারাভাষ্যকারের।

ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বাংলার পাশাপাশি নিউজবাংলার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। সে সুবাদে এই নিউজ পোর্টালের কর্মীরা পেয়েছেন একজন প্রাণপ্রিয় অভিভাবক।

বিশাল ব্যক্তিত্বের অধিকারী মৃদুভাষী মানুষটির ধীরস্থির ভাবনা, সিদ্ধান্ত ও সময়োপযোগী নির্দেশনা নিউজবাংলার পথচলায় বাড়তি উদ্যম এনেছে। প্রতিটি কর্মী তার কাজের প্রতি হয়েছেন আরও আন্তরিক। তার স্নেহমাখা নির্দেশনায় কর্মীরা কাজের প্রতি হয়েছেন আরও আন্তরিক।

সাফল্যমাখা দীর্ঘ কর্মময় জীবনে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত সাংবাদিকতা পেশায় সেভাবে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। তবে জানার ব্যাপ্তি ও কর্মোদ্যম দিয়ে তিনি সুচারুভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন দেশের প্রথম সারির দুটি সংবাদমাধ্যমকে। তার দিকনির্দেশনা থেকে সংবাদকর্মীরা প্রতিনিয়ত শিখছেন নতুন আঙ্গিকে, নতুনভাবে। আর তাতে সমৃদ্ধ হচ্ছে নিউজবাংলা।

কাজপাগল আরেক ব্যক্তিত্বের নাম বিশেষভাবেই নিতে হয়। তিনি হলেন নিউজবাংলা ও দৈনিক বাংলার নির্বাহী পরিচালক আফিজুর রহমান। সাবেক এই সেনা কর্মকর্তা সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন প্রতিষ্ঠানের সার্বিক দিক নিয়ে।

কোনো প্রতিষ্ঠান সুচারুরূপে চলতে গেলে তার আয়ের দিকটি বড় একটি বিষয়। অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান সে বিষয়টি বেশ ভালোভাবেই সামাল দিয়ে চলেছেন। আর তাতে শক্ত ভিত্তি পাচ্ছে প্রতিষ্ঠান দুটি।

নির্বাহী পরিচালকের সতর্ক দৃষ্টি থাকে নিউজপোর্টালের খবরেও। গুরুত্বপূর্ণ কোনো খবর দৃষ্টি এড়িয়ে গেল কি না, দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কর্মীদের কোনো সমস্যা হচ্ছে কি না, প্রশাসনিক পদক্ষেপগুলো ঠিকমতো নেয়া হচ্ছে কি না- এমন নানা বিষয়ে থাকে তার সতর্ক দৃষ্টি।

তৃতীয় বর্ষপূর্তির এই ক্ষণে এবার কথা বলতে হয় নিউজবাংলার পথপরিক্রমা নিয়ে। যাত্রার শুরু থেকে এ পর্যন্ত সুযোগ্য অনেক সংবাদকর্মী যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানে। তাদের অনেকে চলে গেছেন। আবার নতুন করে যুক্ত হয়েছেন অনেকে।

নিউজবাংলার যাত্রাটা হয়েছিল অভিজ্ঞদের পাশাপাশি একঝাঁক তরুণ সংবাদকর্মীকে নিয়ে। তাদের মধ্যে সর্বাগ্রে নাম নিতে হয় সঞ্জয় দে’র। বার্তাপ্রধানের চেয়ারে বসে তিনি যোগ্যতার সঙ্গে পুরো টিমের নেতৃত্ব দিয়েছেন।

গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, পরিকল্পনা সম্পাদক শিবব্রত বর্মণ ও প্রধান বার্তা সম্পাদক ওয়াসেক বিল্লাহ আল ফারুক সৌধ’র।

বিশেষ সংবাদদাতা আবদুর রহিম হারমাছি, বাণিজ্য সম্পাদক আবু কাওসার, যুগ্ম বার্তা সম্পাদক রুবায়েত ইসলাম (ক্রীড়া), প্রধান প্রতিবেদক তানজীর মেহেদী, যুগ্ম বার্তা সম্পাদক আজহারুল ইসলাম, মুস্তফা মনওয়ার হাশেম সুজন, ভিজ্যুয়াল টিমের মোস্তাফিজুর রহমান ও আইটি বিভাগের অর্ণব- বলতে হয় তাদের কথাও।

এস এম নূরুজ্জামান, ইমতিয়াজ সনি ও বনি আমিনের সমন্বয়ে গড়া ‘ইনভেস্টিগেটিভ সেল’-এর অনুসন্ধানী প্রতিবেদনগুলো নিউজবাংলার পথচলাকে আরও গতিশীল করেছে।

বস্তুত নিউজবাংলা টিমে উল্লেখযোগ্যসংখ্যক মেধার সমাবেশ ঘটেছে, যাদের সম্মিলিত চেষ্টাতে প্রতিষ্ঠানটি শক্ত ভিত্তি পেয়েছে। নিউজ পোর্টালটিকে পাঠকপ্রিয় করে তুলতে নিজ নিজ অবস্থান থেকে তারা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সুযোগ্য এই সংবাদকর্মীদের অনেকেই বর্তমানে নিউজবাংলার সঙ্গে নেই। ছড়িয়ে পড়েছেন মিডিয়া জগতের নানা স্থানে। কেউ কেউ উচ্চ শিক্ষার্থে ও কর্মের তাগিদে পাড়ি জমিয়েছেন বিদেশে।

অনুরূপ অনেক প্রতিভাবান, অভিজ্ঞ ও নিজ নিজ ক্ষেত্রে যোগ্য সংবাদকর্মী যুক্ত হয়েছেন এ প্রতিষ্ঠানে। সমাবেশ ঘটেছে একঝাঁক তারুণ্যের। সম্মিলিত চেষ্টা আর অফুরান প্রাণশক্তি নিয়ে কাজ করে চলেছেন তারা। সে সুবাদে পাঠক পাচ্ছেন ভিন্ন আঙ্গিকের নতুন নতুন খবর। পথচলায় গতি বাড়ছে নিউজবাংলার।

নিউজবাংলার সাফল্যগাঁথা নিয়ে কিছু বলতে গেলে গুরুত্বের সঙ্গে স্মরণ করতে হবে দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির স্থানীয় সাংবাদিকদের। ব্যুরো, অফিস ও জেলা-উপজেলা পর্যায়ে দায়িত্বরত এ সংবাদকর্মীরা এককথায় নিউজবাংলার প্রাণ। দায়িত্ব পালনে তারা নিজ নিজ অবস্থান থেকে যোগ্যতার পরিচয় দিয়ে চলেছেন। নিত্যদিন জোগান দিচ্ছেন নতুন নতুন খবরের। নানামুখী প্রতিকূলতা, ঝুঁকি আর চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা তুলে আনছেন খবরের ভেতর থেকে খবর। প্রতিভাবান ও কর্মঠ এমন কর্মীবাহিনী পেয়ে গর্বিত নিউজবাংলা।

অনলাইন নিউজ পোর্টালকে বলা হয় ‘নিউজ হাব’। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে আরও বেশি করে খবরমুখী করেছে। বেড়েছে পাঠকের চাহিদা। যোগ হয়েছে নতুন নতুন মাত্রা। সেই চাহিদা পূরণে নিউজবাংলা দেশ-জাতির গুরুত্বকে সামনে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজবাংলা পাঠক চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারছে তার প্রমাণ মেলে পাঠকের সাড়ায়। দিন দিন বাড়ছে এই পোর্টালের পাঠক সংখ্যার ব্যাপ্তি। আর তাতে অনুপ্রাণিত হয়ে আরও নতুন কিছু পাঠকের সামনে তুলে ধরার প্রয়াশ পাচ্ছেন প্রতিষ্ঠানের কর্মীরা।

পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের অকৃপণ সহায়তা এবং কর্মীবাহিনীর আন্তরিক চেষ্টায় নিউজবাংলা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে- এমনটা প্রত্যাশা।

লেখক: বার্তা সম্পাদক, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম

liton9@hotmail.com

এ বিভাগের আরো খবর