করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের মধ্যে হাইকোর্টের নির্দেশে পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ভোট চলছে।
রোববার সকাল আটটা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত।
করোনার মধ্যে ভোটগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মধ্যে। অনেকে বলছেন, তিন দফা স্থগিত হওয়ায় ভোট নিয়ে সংশয়ে ছিলেন তারা। এছাড়া করোনার মধ্যে ভোট দেয়া নিয়েও ছিল দ্বিধা।
অন্যদিকে কমিশন থেকে সব নির্বাচন স্থগিত করা হলেও সুজানগর পৌরসভায় ভোট হওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, হাইকোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোট চলছে। স্বাস্থ্যবিধি মেনে ভোট নেয়ার কথা জানিয়েছেন তারা।
সুজানগর পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ৪৪৮। নির্বাচনে ৯ ওয়ার্ডে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জনসহ ৪১ প্রার্থী লড়ছেন।
এ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র কামরুল হুদা কামাল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগের রেজাউল করিম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
সীমানা ও ভোটাধিকার জটিলতায় উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া পক্ষ-বিপক্ষের রিটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে পরপর তিন বার স্থগিত করা হয় সুজানগর পৌরসভা নির্বাচন।