যশোর ও মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়েছে।
যশোরে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হায়দার গণি খান পলাশ। অন্যদিকে মাদারীপুর জেলার কালকিনিতে মেয়র হয়েছেন নৌকা মার্কার এসএম হানিফ।
বুধবার সন্ধ্যায় যশোর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর ও মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ফলাফল নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর জানান, ৩২ হাজার ৯৪০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন হায়দার গণি খান পলাশ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মাদ আলী সরদার পেয়েছেন ১২ হাজার ৯৪৭ ভোট।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপির মারুফুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৩০২টি ভোট।
নির্বাচন কর্মকর্তা আরও জানান, এক নম্বর ওয়ার্ডে সাইদুর রহমান রিপন, দুই নম্বর ওয়ার্ডে রাশেদ আব্বাস রাজ, তিন নম্বর ওয়ার্ডে মোকসিমুল বারী অপু, চার নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন মিলন, পাঁচ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম, ছয় নম্বর ওয়ার্ডে আলমগীর কবীর সুমন, সাত নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন, আট নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার বাবলু, ৯ নম্বর ওয়ার্ডে মো. আসাদুজ্জামান কাউন্সিলর হিসেবে জয়ী হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত এক নম্বর ওয়ার্ডে আইরিন পারভীন, দুই নম্বর ওয়ার্ডে নাসিমা আক্তার জলি, তিন নম্বর ওয়ার্ডে শেখ রোকেয়া পারভীন ডলি কাউন্সিলর হয়েছেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ৯ হাজার ১৪১ ভোট পেয়ে মেয়র হয়েছেন আওয়ামী লীগের এসএম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান সবুজ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোট।
বিএনপি মনোনীত প্রার্থী কামাল হোসেন বেপারী গত ২১ মার্চ সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
যশোর পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে গ্রহণ হয়েছে ইভিএমে। পৌরসভার ৫৫টি কেন্দ্রের ৪৭৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এ পৌরসভায় মোট ১ লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫ এবং নারী ভোটার ৭৪ হাজার ৫৪৯ জন।
কালকিনি পৌরসভা নির্বাচনে ছয়জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম শ্রেণির এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৮৬৬ এবং নারী ভোটার ১৬ হাজার ৪৪১ জন। প্রথম শ্রেণির এই পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে।