ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সদর উপজেলা পরিষদের সামনে শুক্রবার সকালে আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল এবং উপজেলা যুবলীগের সহসভাপতি এম এ আজিজ। তদের সমর্থকদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ।
সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
কসবা থানার ওসি আলমগীর ভূঞা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনের ভেতরে স্মার্টকার্ড বিতরণী অনুষ্ঠান চলছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।
এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে স্থানীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছিলেন। এর মধ্যে জুয়েল ও আজিজের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও ধাক্কাধাক্কি হয়। পরে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
সে সময় কড়া নিরাপত্তায় আইনমন্ত্রী আনিসুল হক তার নিজ বাড়ি উপজেলার কাইয়ূম ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে চলে যান। এর পরপরই দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পাঁচটি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন দেয়া হয়। ভাঙা হয় সভাস্থলের চেয়ার-টেবিল ও আশপাশের কিছু দোকানের গ্লাস। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। এখনও সেখানে মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
জানতে চাইলে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল নিউজবাংলাকে বলেন, ‘আইনমন্ত্রীকে স্বাগতমে আমার সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল করে সভাস্থলে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন যুবলীগের সভাপতি আজিজের ভাই শিশুর এক সমর্থক আমার লোকের ওপর মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। এরই জের ধরে আমার সমর্থক ও আজিজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।’
তবে যুবলীগ সভাপতি আজিজ বলেন, ‘মন্ত্রীর আগমনে আমরা মোটরসাইকেল মিছিল করেছি। একপর্যায়ে সভাস্থলের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়ালে মেয়রের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা করে। আমার সমর্থকদের ১০-১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে।’
কসবা পৌরসভার নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। তবে দলের মনোনয়ন পেতে সেখানে দৌড়ঝাঁপ চলছে আওয়ামী লীগ নেতাদের।