পৌরসভা নির্বাচনের পঞ্চম দফায় রোববার মেয়র পদে ৫৮ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়েছে। মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) যে ফল এসেছে তা পর্যালোচনা করে এই হিসাব পাওয়া গেছে।
এ ছাড়া এই দফায় ১৪ লাখ ৮৫ হাজার ৮২০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ লাখ ৭১ হাজার ৭৩৩ জন।
ইসির উপ-সচিব আতিয়ার রহমান জানান, রোববার ৩২টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের মিরসরাই ও রাউজান এবং মাদারীপুরের শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২৯টি পৌরসভায় ভোট হয়েছে। সবগুলোতেই ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
পৌরসভার পঞ্চম ধাপের নির্বাচনে ২৯টির মধ্যে মেয়র পদে একটিতে বিএনপি ও একটি স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগ নেতা। তিনি দল থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হলে বিদ্রোহী প্রার্থী হন।
এ ছাড়া ২৭টিতেই জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর আগের কয়েকটি ধাপেও প্রায় সবগুলোতেই জিতেছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহীরা। সেসব নির্বাচনেও ভোট পড়ার হার বেশ ভালো।
সোমবার ইসিতে আসা ফলের ওই হিসাব থেকে দেয়া গেছে, শতকরা হারে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সবচেয়ে বেশি ভোট পড়েছে। পৌরসভাটিতে ভোট পড়েছে ৮১ দশমিক ৫৪ শতাংশ। এখানে মোট ১৫ হাজার আট জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২ হাজার ২৩৭ জন। আর সবচেয়ে কম ভোট পড়েছে লক্ষ্মীপুরের রায়পুরে। সেখানে ভোট পড়েছে ৪৩ দশমিক ৭৬ শতাংশ। এখানে ২৩ হাজার ৬৩১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০ হাজার ৩৪২ জন।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রথম পৌরসভার নির্বাচন হয় ২৮ ডিসেম্বর। প্রথম দফায় ভোট পড়ে ৬৫ শতাংশ, ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় পড়ে ৬১ দশমিক ৯২ শতাংশ, ৩০ জানুয়ারি তৃতীয় দফায় পড়ে ৭০ দশমিক ৪২ শতাংশ এবং ১৪ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ভোট পড়ে ৬৫ দশমিক ৬৮ শতাংশ।