পঞ্চম দফার পৌরসভা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এস.এম রবিন হোসেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে নির্বাচনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নৌকা প্রতীক নিয়ে রবিন হোসেন পেয়েছেন ১৩ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী মো. লুৎফুর রহমান পেয়েছেন ১০ হাজার ২২৫টি ভোট।
এ ছাড়া বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ পেয়েছেন এক হাজার ২৯৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. চাঁন মিয়া পেয়েছেন ৫২৪ ভোট।
এদিকে, ৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ, ২ নম্বর ওয়ার্ডে আফসার হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে মো. আশরাফউজ্জামান, ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বাদল মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৬ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম, ৭ নম্বর ওয়ার্ডে মো. নূরে আলম শেখ, ৮ নম্বর ওয়ার্ডে মো. আমির হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
খ শ্রেণির এই পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৫ দশমিক দুই বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে।
পৌরসভায় মোট ভোটার ৩৬ হাজার ৬৪০ জন। এর মধ্যে ১৮ হাজার ৩২১ জন পুরুষ ও ১৮ হাজার ৩১৯ জন নারী ভোটার।