বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হবিগঞ্জ পৌরসভায় নৌকার জয়

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫৪

নৌকার প্রার্থী আতাউর রহমান সেলিম ১৩ হাজার ৩২২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আতাউর রহমান সেলিম।

রোববার রাত পৌনে ৯টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নৌকার প্রার্থী আতাউর রহমান সেলিম ১৩ হাজার ৩২২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৯৯০ ভোট।

এ ছাড়া, বিএনপির এনামুল হক সেলিম পেয়েছেন তিন হাজার ২৪২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব সামছুল হুদা পেয়েছেন ৮৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওছার পেয়েছেন ২৩৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান পেয়েছেন ২৪৮ ভোট।

ক শ্রেণির এই পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নয় দশমিক পাঁচ বর্গকিলোমিটার আয়তনের হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৪টি কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং সিস্টেমে (ইভিএম) শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ হয়েছে।

এই পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৮৩ জন এবং নারী ভোটার ২৫ হাজার ৬২০।

এ বিভাগের আরো খবর