কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইফতেখার হোসেন বেনু। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৮ হাজার ১৬০ ভোট বেশি পেয়েছেন।
ভৈরব উপজেলা পরিষদের হলরুমে রোববার রাত ৮টার দিকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম
প্রাপ্ত ফল অনুসারে ইফতেখার হোসেন বেনু পেয়েছেন ৩৭ হাজার ৮৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো. শাহীন পেয়েছেন ৯ হাজার ৬৮৯ ভোট।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আব্দুলাহ আল মামুন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯২।
প্রথম শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার ৭৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে ৫২ হাজার ৮৫৭ জন ভোটার ভোট দিয়েছেন।
সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মেয়র পদে লড়েন চারজন।