চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় আবারও জয়ে পেয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদ খান ঝালু। পৌরসভাটিতে চতুর্থ হয়েছে বিএনপির প্রার্থী ২ হাজার ৩১ ভোট।
আওয়ামী লীগের রশিদ খান পেয়েছেন ৪ হাজার ৫১২ ভোট। নিকটতম স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী রেজাউল করিম বাবু চামচ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৯২ ভোট।
রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর রাত ৮টায় ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওক্কিল রহমান।
নির্বাচনে তৃতীয় অবস্থানে আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ, রেল ইঞ্জিন প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৭৯১ ভোট। আর চতুর্থ অবস্থানে বিএনপির প্রার্থী মাসউদা আফরোজ হক শুচি পেয়েছেন ২ হাজার ৩১ ভোট।
পঞ্চম ধাপের নির্বাচনে দেশের ২৯ পৌরসভায় ভোট নেয় নির্বাচন কমিশন। বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার খবর রয়েছে।