১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবু নাঈম বাশার। তিনি পেয়েছেন ১৪ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের খোরশেদ আলম ভূইয়া পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
এর আগে সকাল ৮টায় ১১টি কেন্দ্রে একযোগে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হয়। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল চারটায় শেষ হয় ভোটগ্রহণ।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান, ২ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে সমেজ উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে রিয়াজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম টিপু, ৬ নম্বর ওয়ার্ডে সোহেল রানা, ৭ নম্বর ওয়ার্ডে মাহফুজ সরকার, ৮ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে পারুল আক্তার ও ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে তাসরিন নাহার এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে আলেয়া বেগম নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় শ্রেণির এই পৌরসভা ভোটার সংখ্যা ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ১১ হাজার ৫৬৫ জন ও পুরুষ ১১ হাজার ১২০ জন।