জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মির্জা গোলাম কিবরিয়া কবির।
উপজেলা মিলনায়তনে রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর।
তিনি জানান, নৌকার প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া কবির ১১ হাজার ৯৬৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর গফুর পেয়েছেন ১ হাজার ৪০৫ ভোট।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান রাঙ্গা পেয়েছেন ৩৭৭ ভোট।
গ শ্রেণির এই পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আট জন প্রতিদ্বিন্দ্বিতা করেছেন।
১০ দশমিক ৭৮৮ বর্গ কিলোমিটার আয়তনের মাদারগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং সিস্টেমে (ইভিএম) শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ হয়েছে।
প্রায় দুই যুগ পুরোনো মাদারগঞ্জ পৌরসভার মোট ভোটার ২৫ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৭৮ এবং নারী ভোটার ১২ হাজার ৬৬০।