মাদারীপুর পৌরসভায় ভুল ফল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনি কর্মকর্তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আল-জাবির হাইস্কুল কেন্দ্রে রোববার সন্ধ্যার দিকে তাকে অবরুদ্ধ করেন কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালুর সমর্থকরা।
বিজিবি, র্যাব ও পুলিশের একাধিক দল প্রায় পৌনে এক ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে নির্বাচনি কর্মকর্তা এবং নির্বাচনের সরঞ্জাম উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ওই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে প্রথমে পাঞ্জাবি মার্কার ইব্রাহিম কালুকে জয়ী ঘোষণা করেন নির্বাচনি কর্মকর্তা। ওই ফল ঘোষণার আধা ঘণ্টা পর গণনায় ভুল হয়েছে জানিয়ে, উট পাখি মার্কার কাউন্সিলর প্রার্থী রেজাউল করিমকে জয়ী ঘোষণা করা হয়।
এরপরই ইব্রাহিম কালুর সমর্থকরা ফলে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের সরঞ্জামসহ প্রিসাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম কালুর সমর্থকদের দাবি, নির্বাচনি কর্মকর্তা প্রথমে উট পাখি মার্কার প্রার্থী ২১৫ ভোট পেয়েছেন বলে ঘোষণা করেন। কিন্তু এর এক ঘণ্টা পর তিনি একই প্রার্থীকে ২৯৫ ভোট পেয়ে জয়ী ঘোষণা করেন।
বর্তমানে ওই কেন্দ্র এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সদর থানার ওসি কামরুল হাসান মিয়া, ওই কেন্দ্র এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।