জামালপুরের ইসলামপুর পৌরসভায় টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ।
উপজেলা মিলনায়তনে রোববার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম।
তিনি জানান, নৌকার প্রার্থী আব্দুল কাদের শেখ ১৪ হাজার ১৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজাউল করিম ঢালী পেয়েছেন ৩ হাজার ৮৫১ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আনিছুর রহমান পেয়েছেন ৪৩৭ ভোট।
খ শ্রেণির এই পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বিন্দ্বিতা করেছেন।
১৪ দশমিক ৭১ বর্গকিলোমিটার আয়তনের জামালপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৮০ বুথে ইলেক্ট্রিক ভোটিং সিস্টেমে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
ইসলামপুর পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৮৫ জন ও নারী ভোটার ১৫ হাজার ৪৭৫ জন।