বিএনপিকে বিপুল ভোটের ব্যবধানের হারিয়ে জামালপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ছানোয়ার হোসেন ছানু।
রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শহরের মির্জা আজম অডিটরিয়ামে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ফল ঘোষণা করেন।
তিনি জানান, নৌকার প্রার্থী ছানোয়ার হোসেন ছানু পেয়েছেন ৪৫ হাজার ৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ২ হাজার ১৫৬ ভোট।
আরেক প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল পেয়েছেন ৬০১ ভোট।
পৌরসভাটিতে ৪৩ হাজার ৪৪২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হলেন ছানু।
১৮৬৯ সালে স্থাপিত ক শ্রেণির পৌরসভার ১১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও ১২টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রাজিব সিংহ সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
৫৩ দশমিক ২৮ বর্গকিলোমিটার আয়তনের জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রের ৩৪১টি বুথে ইলেক্ট্রিক ভোটিং সিস্টেমে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জামালপুর পৌরসভার মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ১৫১ জন এবং নারী ভোটার ৫৬ হাজার। তবে ভোট পড়েছে ৪৮ হাজার ৩৫৫ জন।