নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
নীলফামারীর সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের নাম ছোট অধিকারী। তিনি কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘ছোটনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষের সময় তার আরও দুই কর্মী আহত হয়েছেন। তারা হলেন আযম আলী সরকার ও সবুজ হোসেন।’অবশ্য সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্রের বাইরে ধাক্কাধাক্কির কারণে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তার বয়স ৫৫ বছরের বেশি। কোনো পক্ষের হয়ে মারামারি করার সক্ষমতা তার ছিল না- যোগ করেন ওসি।
ভোট শুরুর পর সকালে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের সঙ্গে আরেক কাউন্সিলর প্রার্থী শেখ মোহনের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন ছোটন অধিকারী।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটযুদ্ধে নামেন সাতজন। এর মধ্যে ছয়জনই ভোট বর্জন করেন।