বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চারঘাটে বিএনপির ভোট বর্জন; ককটেল বিস্ফোরণ

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৪৬

রাজশাহীর চারঘাট পৌরসভার বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল নির্বাচন বর্জন করেছেন। আর আগে সকালে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

রাজশাহীর চারঘাট পৌরসভার বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

মিঞাপুরের নিজ বাড়িতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জন করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার প্রহসনের নির্বাচন করছে। সব কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রে বিএনপির সমর্থক ও ভোটারদের আঙুলের ছাপ নিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার ঘটনাও ঘটেছে।’

তার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় সংশয় প্রকাশ করেন। ভোট বর্জনের পর তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্র দখলে নিতে আমার সামনেই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রশাসন নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।’

এর আগে সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার সময় আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক ও বিএনপির প্রার্থী বিকুল ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে পুলিশ সেটি নিষ্ক্রিয় করে।

বিস্ফোরণের সময় অনেক ভোটার ওই কেন্দ্র থেকে বেরিয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

সারদা থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: নিউজবাংলা

ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের এই ঘটনার জন্য প্রধান দুই প্রার্থী একে অন্যকে দুষছেন।

আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক বলেন, ‘এটা বিএনপি ও জামায়াত ক্যাডারদের কাজ। তারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই এ হামলা ঘটিয়েছে।’

চারঘাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দা সামিরা বলেন, ‘ককটেল বিস্ফোরণের কারণে ভোট বন্ধ ছিল না। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ভালোভাবেই ভোট হচ্ছে। আর বিএনপির ভোট বর্জনের বিষয়টা আমি এখনও জানি না।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, ‘কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা বলতে পারব না। তবে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

এ বিভাগের আরো খবর