কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নু। তবে রিটার্নিং কর্মকর্তা জানান, এ ধরনের কোনো অভিযোগ তার কাছে আসেনি।
শহরের দুলারী সিনেমা হল সড়কের বিএনপির কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, ‘ভোট শুরুর পর থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা নির্দিষ্ট প্রতীকে জোরপূর্বক ভোট নিচ্ছে। শুরু থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্ট বের করে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি ভোটারদের ভয়ভীতি দেখিয়ে গোপন কক্ষ নিয়ন্ত্রণে নিয়ে ভোট দেয়ানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি।’
মহেশপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা শাশ্বতী শীল বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না। বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন এটা আমি জানি না। অনিয়মের ব্যাপারে নির্বাচনসংশ্লিষ্ট কোনো কর্মকর্তার কাছে তিনি অভিযোগ দেননি।’
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুর রশিদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।