ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি, ভোটও স্বাভাবিকভাবে চলছে বলে জানান কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা।
পৌর এলাকার সরকারি কলেজ ভোটকেন্দ্রের পাশের সড়কে বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রের কাছেই সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন ভোটার ও পথচারীরা।
এ ঘটনার পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।’
তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২১৮ জন হলেও বিস্ফোরণের পর দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫২০টি।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ বলেন, ককটেল বিস্ফোরণের কোনো খবর তিনি পাননি। তার দাবি, সব ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।