বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালপুরে ভোট বর্জন বিএনপির

  •    
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৪৬

ওয়ারেছ আলী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সব কটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারছেন না। তাই ভোট বর্জন করলাম।’

জামালপুর সদর পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

শহরের সরদারপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

ওয়ারেছ আলী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘পৌরসভার সব কটি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারছেন না। তাই ভোট বর্জন করলাম।’

এ ছাড়া তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে বিএনপির প্রার্থী এসব মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে। এবারের নির্বাচনে প্রচারে অংশ নেয়নি বিএনপির প্রার্থী। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই।’

১৮৬৯ সালে স্থাপিত হয় জামালপুর পৌরসভা। ‘ক’ শ্রেণির এই পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১২টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রের ৩৪১টি বুথে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোট চলছে। এই পৌরসভার মোট ভোটার ১ লাখ ৮ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ১৫১ জন ও নারী ভোটার ৫৬ হাজার ৫৭৬ জন।

এ বিভাগের আরো খবর