বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দপুরে জাপা প্রার্থীর ভোট বর্জন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৬

সিদ্দিকুলের স্ত্রী ইয়াসমিন আলম বলেন, ‘আজ সৈয়দপুরবাসী একটি প্রহসনের নির্বাচন দেখল। সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে বাধ্য করছে সরকারের গুন্ডা বাহিনী। মনিরুজ্জামান নামের এক পুলিশ আমাকে এবং আমার শাশুড়িকে হেনস্তা করেছে।’

নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচনে ভোট দিতে বাধা প্রদান, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছে জাতীয় পার্টির প্রার্থী।

সৈয়দপুরে জাতীয় পার্টির প্রধান নির্বাচনি কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় পার্টির সিদ্দিকুল আলম।

সিদ্দিকুল বলেন, ‘আমার নিজের বৃদ্ধ মা ভোট দিতে পারেন নাই। গোপন কক্ষের কাছে যাওয়ামাত্র মাকে নৌকায় ভোট দিতে বাধ্য করলে উনি কেন্দ্র ছাড়তে বাধ্য হন। বেশ কয়েকটি কেন্দ্র থেকে আমার নির্বাচনি এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’

এ ছাড়া তার স্ত্রীকেও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিদ্দিকুল আরও অভিযোগ করে বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থককে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। মহিলাদের গায়েও হাত তোলা হচ্ছে। সাধারণ ভোটাররা কেন্দ্রে গেলে তাদের নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে।’

সিদ্দিকুলের স্ত্রী ইয়াসমিন আলম বলেন, ‘আজ সৈয়দপুরবাসী একটি প্রহসনের নির্বাচন দেখল। সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে বাধ্য করছে সরকারের গুন্ডা বাহিনী। মনিরুজ্জামান নামের এক পুলিশ আমাকে এবং আমার শাশুড়িকে হেনস্তা করেছে।’

এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাকি চার প্রার্থী হলেন নৌকা প্রতীকের রাফিকা আখতার জাহান, ধানের শীষ প্রতীকের রশিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রবিউল আওয়াল।

এ বিভাগের আরো খবর