বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩০

রোববার ২৯ পৌরসভায় ভোট নেয়ার কথা রয়েছে কমিশনের। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন।

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।

রোববার ২৮ পৌরসভায় ভোট নেয়ার কথা রয়েছে। ভোটের প্রস্তুতি হিসেবে শনিবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ অন্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে ৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য শনিবার ইভিএমসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১২টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান নিউজবাংলাকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় ইভিএমসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।

ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। শনিবার সকাল থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে উপকরণ বুঝিয়ে দেয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান নিউজবাংলাকে জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সামগ্রী।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন নিউজবাংলাকে জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২২০ জন পুলিশ, ২০০ জন আনসার ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টহলে থাকবে র‍্যাবের তিনটি টিম।

মাদারীপুরে সদর ও শিবচর পৌরসভায় পঞ্চম ধাপের ভোট হবে। ভোট নেয়া হবে ইভিএমে। এর মধ্যে শিবচরে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন খান নির্বাচিত হয়েছেন।

মাদারীপুরে প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএমসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। ছবি: নিউজবাংলা

জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রতিটি কেন্দ্রে বেলা তিনটার মধ্যে ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে দুই পৌরসভায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে দুই পৌরসভাতেই ২ প্লাটুন বিজিবি ও র‍্যাবের টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ৯ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

পঞ্চম ধাপে তফসিল ঘোষণা করা হয়েছে ৩১টি পৌরসভার। এর মধ্যে যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। আর চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন বলছে, পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ১০০ জন প্রার্থী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ হাজার ২৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪২ জন প্রার্থী রয়েছেন।

এই ধাপে সব কটি পৌরসভায় ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

দ্বিতীয় ধাপে স্থগিত হওয়া নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় রোববার ভোট নেয়ার কথা রয়েছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আমজাদ হোসেন সরকারের মৃত্যুতে এই পৌরসভায় ভোট স্থগিত করা হয়।

এ বিভাগের আরো খবর