পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্ধারিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা নিউজবাংলাকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা আসে। সেখানে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে নির্দেশনায় কোনো কারণ উল্লেখ করা হয়নি।’
এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী, বর্তমান মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। তার প্রতীক নারকেল গাছ। জগ প্রতীকে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু ও বিএনপির সাদেক আকতার নেওয়াজী।
ঋণ খেলাপের কারণে আওয়ামী লীগের প্রার্থী ফারিন হোসেন দিদারের মনোনয়ন বাতিল করে জেলা নির্বাচন কমিশন। উচ্চ আদালতে আপিলের পর তিনি বৈধতা পান।
বৃহস্পতিবার সেই রায়ের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশ ব্যাংক। এতে আবারও তার মনোনয়ন বাতিল হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
দেওয়ানগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪০ জন সাধারণ কাউন্সিলর পদে ও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
২৮ ফেব্রুয়ারি ১২টি কেন্দ্রের ৯৪টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেয়ার কথা ছিল।
এই পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ১৩২। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৫ এবং নারী ভোটার ১৫ হাজার ৪৪৭।