মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের আগে মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজকে পুলিশের গাড়িতে ‘তুলে নেয়ার ঘটনা’ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।
তিন সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবিরকে। কমিটির অন্য দুই সদস্য হলেন নির্বাচন কমিশনের শৃঙ্খলা ও আপিল বিভাগের উপসচিব খোরশেদ আলম এবং আইনবিষয়ক শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব আবু ইব্রাহীম।
গত ৬ ফেব্রুয়ারি কালকিনি পৌর এলাকায় প্রচারের সময় মশিউরকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ দেখান তার সমর্থকরা।
নিখোঁজের ১৩ ঘণ্টা পর মশিউর বাড়ি ফিরে আসেন। সেসময় তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে তাকে বাধ্য করা হয়েছে। যদিও পুলিশ জানায়, মশিউর ঢাকায় যেতে চাইলে তাকে সহায়তা করা হয়।
নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে করণীয় বিষয়ে সুপারিশ করবে।
গত ১৮ ফেব্রুয়ারি এই তদন্ত কমিটি গঠিত হয়। তবে বুধবার তা জানতে পারেন জেলার সাংবাদিকরা।
প্রথম শ্রেণির কালকিনি পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল ১৪ ফেব্রুয়ারি। তবে ভোট গ্রহণের তিনদিন আগে তা স্থগিত করা হয়।