চট্টগ্রামের চন্দনাইশে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে গুলিবিদ্ধ এক তরুণ মারা গেছেন।
রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ হাবিবের বয়স ২২ বছর। তিনি চন্দনাইশ পৌর এলাকার মোহাম্মদ লেদু মিয়ার ছেলে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষপ গুলিবিদ্ধ হন হাবিব। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে জানান, ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে গুলিবিদ্ধ মোহাম্মদ হাবিবকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়েছে।
তবে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিউজবাংলাকে বলেন, ‘১৪ তারিখ পৌর নির্বাচনে গুলিবিদ্ধের কোনো ঘটনা আমরা শুনিনি। আমাদের কাছে অভিযোগও দেয়নি কেউ। তবে রোববার মোহাম্মদ হাবিব নামে গুলিবিদ্ধ একজনের মৃত্যুর কথা শুনেছি।’