বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রঙিন পোস্টার: ৪ প্রার্থীর এজেন্টকে জরিমানা

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৭

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের এজেন্টকে ৫ হাজার টাকা, বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক সেলিমের এজেন্টকে ১০ হাজার টাকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমানের এজেন্টকে ১৫ হাজার টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদের এজেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি না মেনে সামাজিকমাধ্যমে রঙিন পোস্টার দিয়ে প্রচার করার দায়ে চার প্রার্থীর এজেন্টকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের আদালত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ জরিমানা করে।

সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, অনলাইন ও সংবাদপত্রে রঙিন পোস্টার দিয়ে প্রচার চালান একাধিক প্রার্থী। এ কারণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের এজেন্টকে ৫ হাজার টাকা, বিএনপির মেয়র প্রার্থী এনামুল হক সেলিমের এজেন্টকে ১০ হাজার টাকা, স্বতন্ত্র মেয়র প্রার্থী মিজানুর রহমানের এজেন্টকে ১৫ হাজার টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদের এজেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাদের সতর্ক করে দেয়া হয় বলেও জানান তিনি।

পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। প্রথম শ্রেণির এই পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচ জন।

এই পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৮৩ জন এবং নারী ভোটার ২৫ হাজার ৬২০ জন।

এ বিভাগের আরো খবর