বগুড়ার ধুনট উপজেলায় সাংসদের ছেলেসহ আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।
স্থানীয় আ. লীগের সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি বগুড়ার ধুনটে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে থাকায় চার জনকে সাময়িক বহিষ্কার করা হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহসিন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিম।
এদের মধ্যে সনি বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ২৫ জন আহন হন। ওই সংঘর্ষের জন্য সাংসদপুত্র সনিকে দায়ী করছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক।
ওই সংঘর্ষে নিজের ভূমিকা থাকার কথা অস্বীকার করে একে ‘ভিত্তিহীন অভিযোগ’ হিসেবে দাবি করেছিলেন সনি।
৩১ জানুয়ারি ধুনটে পৌরসভা নির্বাচন হয়। নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ছিলেন নুরুন্নবী তারিক। তবে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ। তিনি স্থানীয় সাংসদ হাবিবুর রহমানের অনুসারী। পৌর নির্বাচনে তাকে স্থানীয় সাংসদের ছেলে ও তাদের অনুসারীরা প্রকাশ্যে সমর্থন দেন।
আরও পড়ুন: ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে ভোট, সাংসদের ছেলেকে বহিষ্কার