জামালপুরের মেলান্দহ পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শফিক জাহেদী রবিন।
মির্জা আজম অডিটরিয়ামে রোববার রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ানি।
তিনি জানান, নৌকার প্রার্থী শফিক জাহেদী রবিন পেয়েছেন ১৩ হাজার ৪৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। আরেক প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের লিয়াকত আলী পেয়েছেন ২৪৮ ভোট।
এই পৌরসভার ৯ ওয়ার্ডের ১০ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন।
গ শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৬৪। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ১২ হাজার ৭২৫ জন। তবে ভোট দিয়েছেন ১৭ হাজার ৪১৩ জন।