চুয়াডাঙ্গার জীবননগরে পৌর নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ১৩ হাজার ৯১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহাজাহান কবীর পেয়েছেন ৭৬৬ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকন মিয়া পেয়েছেন ২৫৩ ভোট।
জীবননগরে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হয় সকাল আটটায়। এ পৌরসভায় ১০ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ ।
মেয়র পদে তিন প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এদিকে, আলমডাঙ্গায় জয় পেয়েছেন আওয়ামী লীগের হাসান কাদির গনু। তিনি পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট।
নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলী মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। আর বিএনপির মীর মহি উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।
আলমডাঙ্গা পৌরসভায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ১৫টি কেন্দ্রে ভোট দেন ২৬ হাজার ১৩৯ জন।
নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।