বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বশুরের কাছে ‘কলিজার টুকরার’ হার

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৭

জয় নিশ্চিত হওয়ার পর শ্বশুর বাবুল মিয়া বলেন, ‘আমি আমার মেয়ের জামাইকে নিজের ছেলের মতো দেখেছি। এখনও তাই দেখব। আমি তাকে কলিজার টুকরা মনে করেছি। এখনও তাই মনে করি। এই ফল আমাদের সম্পর্ক নষ্ট করবে না। জামাই তো জামাই-ই।’

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়েছেন বাবুল মিয়া ও তার মেয়েজামাই হুমায়ূন কবির।

ফল ঘোষণার আগ পর্যন্ত কার গলায় উঠবে বিজয়ের মালা তা নিয়ে ছিল ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা।

ভোট যুদ্ধে শেষ হাসি হেসেছেন শ্বশুর বাবুল মিয়া। তিনি পেয়েছেন এক হাজার ৪৩৬ ভোট। জামাই কবির পেয়েছেন ৮৪৭ ভোট।

প্রিজাইডিং কর্মকর্তা কামাল আহমেদ খান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

প্রচারের সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে জামাই ও শ্বশুর একে অপরকে অনুরোধ করেন।

তখন বাবুল মিয়া বলেন, এটাই তার শেষ নির্বাচন। বয়স বাড়ায় আগামীতে তিনি আর ভোটের মাঠে নামবেন না। তবে তার এই কথা মন গলাতে পারেনি মেয়েজামাই হুমায়ূন কবিরের। বাবার ‘ওসিয়তে’ নির্বাচন করছেন জানিয়ে কবির বলেছিলেন, শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি।

জয় নিশ্চিত হওয়ার পর শ্বশুর বাবুল মিয়া বলেন, ‘আমি আমার মেয়ের জামাইকে নিজের ছেলের মতো দেখেছি। এখনও তাই দেখব। আমি তাকে কলিজার টুকরা মনে করেছি। এখনও তাই মনে করি। এই ফল আমাদের সম্পর্ক নষ্ট করবে না। জামাই তো জামাই-ই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মেয়ে নিজের বাবা বা স্বামী কাউকেই ভোট দেয়নি। সে ভোট কেন্দ্রেই আসেনি।’

আখাউড়া পৌরসভার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৪ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১৫০ জন ও নারী ভোটার ২ হাজার ২৪৭ জন।

এ বিভাগের আরো খবর