ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরাট ব্যবধানে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী তাকজিল খলিফা কাজল।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান রোববার রাত সাড়ে নয়টায় ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নৌকা প্রতীক নিয়ে কাজল পেয়েছেন ১৫ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জয়নাল আবেদীন আবদু পেয়েছেন ৭৭৮ ভোট।
বাকি দুই মেয়র প্রার্থীই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’। নারকেল গাছ প্রতীক নিয়ে সাবেক মেয়র নূরুল হক ভূইয়া পেয়েছেন ৫৬২ ভোট এবং মোবাইল ফোন প্রতীকে শফিকুল ইসলাম পেয়েছেন ২৪৪ ভোট।
আখাউড়া পৌরসভার নয় ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩০ জন ও নারী ১৪ হাজার ৬৭৫ জন।
ভোট দিয়েছেন ১৬ হাজার ৭৩৮ জন।