চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম খোকা নির্বাচিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন রোববার রাতে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নৌকা প্রতীকে মাহবুবুল আলম খোকা পেয়েছেন ১৫ হাজার ৯৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী আইনুল কবির ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।
চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয় জন।
নয়টি ওয়ার্ডে ২৮ হাজার ৯৯৭ জন ভোটারের মধ্যে পুরুষ ১৫ হাজার ১৯৯ জন ও নারী ১৩ হাজার ৭৯৮ জন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৬টি কেন্দ্রের ৭৮টি স্থায়ী ও ৫টি অস্থায়ী বুথে ভোটগ্রহণ হয়।