ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবিএম আনিছুজামান টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয় পেয়েছেন।
জগ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬৭৪ ভোট।
চতুর্থ ধাপে রোববার ত্রিশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে। এই পৌর এলাকায় মোট ভোটার ২৬ হাজার ৮২২ জন। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের শশধর সেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৪১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল হাসান নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭১৩ ভোট।
নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১ ভোট।
জেলা নির্বাচন অফিসার ও ফুলপুর পৌরসভা রিটার্নিং অফিসার দেওয়ান মো. সারওয়ার জাহান রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৯৩৪ জন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।