রাজবাড়ী সদর পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তিতু। তিনি পেয়েছেন ১৫ হাজার ২০৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোহাম্মদ আলী চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৬৩ ভোট।
দুই হাজার ৬৮৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে বিএনপি প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান ভোট গণনা শেষে রোববার রাত ৮টার দিকে এ ঘোষণা দেন।
এই পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮ কেন্দ্রে ভোট নেয়া হয়। সদর পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ২০ জন।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম মন্ডল। তিনি পেয়েছেন ৬ হাজার ৯০৪ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মো. নজরুল পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট।
১২৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে জাতীয় পার্টির হেলাল মাহমুদ।গোয়ালন্দ পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।