চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
কচুয়াতে দ্বিতীয়বারের মতো নাজমুল আমল স্বপন এবং ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শিউলী হরি রাতে এ সব তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, কচুয়া পৌরসভায় নাজমুল আমল স্বপন ১০ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল পেয়েছেন এক হাজার ৫১ ভোট। এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীর চেয়ে নয় গুণের বেশি ভোট পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।
বিএনপি প্রার্থী হুমায়ুন কবির প্রধান পেয়েছেন ৬৪৭ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১১ হাজার ৯২৪টি, যা মোট ভোটের ৬২.৪৭ শতাংশ। এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৯৯ জন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শিউলী হরি জানান, পৌরসভায় আবুল খায়ের পাটোয়ারী পেয়েছেন ১৭ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইমাম হোসেন পাটওয়ারী পেয়েছেন এক হাজার ৭০৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।
বিএনপি প্রার্থীর চেয়ে নয় গুণের বেশি ভোট পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
তবে সকাল ১০টায়ই অনিয়ম, কারচুপি ও আধিপত্য বিস্তারের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন বিএনপি প্রার্থী।
রিটার্নিং অফিসার শিউলী হরি বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনের পরিবেশ ও ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।’
পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪ জন, ভোট পড়েছে ১৯ হাজার ৪২৪টি।
কচুয়াতে ইভিএমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। আর ফরিদগঞ্জে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।