লালমনিরহাট সদরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রেজাউল করিম স্বপন ও পাটগ্রামে আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল হাসান সুইট জয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তারা রোববার রাতে এই ফল ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, সদর পৌরসভায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ রেজাউল করিম স্বপন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫ ভোট।
বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন রানা পেয়েছেন ৫ হাজার ১০৮ ভোট।
প্রথম শ্রেণির এই পৌরসভার ৯ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৭ হাজার ৭৬৯ জন। ১৮টি কেন্দ্রে বুথ ছিল ১৫০টি।
মেয়র পদে লড়েছেন পাঁচ জন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পাটগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কামরুন্নাহার জানান, আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল হাসান সুইট পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল পেয়েছেন ২ হাজার ২২১ ভোট।
দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চার জন। ছিল না কোনো দলের বিদ্রোহী প্রার্থী।
কাউন্সিলর পদে লড়েছেন ২৫ জন প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ জন।
পৌরসভায় ভোটার সংখ্যা ২১ হাজার ৮৫৫। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৯৩ এবং পুরুষ ১০ হাজার ৭৬২।
সকাল ৮টায় ৯টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।