রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজার ৮০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মামুনুর রশীদ মামুন পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট।
রাঙ্গামাটির জেলা রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান রোববার রাত নয়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১ হাজার ৯৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী অমর কুমার। চতুর্থ হয়েছেন জাতীয় পার্টির প্রজেশ চাকমা। তিনি পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট। ২৬০ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আব্দুল মান্নান।
শফিকুর রহমান বলেন, ‘পৌরসভায় ৬২ হাজার ৯১৩ জন ভোটারের মধ্যে ৫৩.৬২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বাতিল হয়েছে ৯৮টি ভোট।
প্রথম শ্রেণির এই পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়া হয়েছে। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন।