ভালোবাসা দিবস আর বসন্তের শুরুর দিনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচন শেষ হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের শামছুল হক ৫ হাজার ৯৯৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাটিরাঙ্গায় টানা ভোট নেয় নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ রাত আটটার দিকে ফল ঘোষণা করেন।
ভোটের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। প্রত্যেকটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌকা প্রতীকে শামছুল হক পেয়েছেন ৫ হাজার ৯৯৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ হাজার ৭৫৮ ভোট। আর বিএনপির শাহ জালাল কাজল পেয়েছে ৩ হাজার ৭১০ ভোট।
নির্বাচনে ৭০ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
দুপুরের দিকে পূর্ব ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া নির্বাচনে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাননি বলেও জানান রাজু আহমেদ।
পৌরসভায় মোট ভোটার ছিল ১৮ হাজার ৯৬৫ জন।
চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে রোববার দেশের ৫৭ পৌরসভায় ভোট নেয় নির্বাচন কমিশন।