বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খান হাবিবুর রহমান। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এ পদে জয় পেলেন তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ফরাজি বেনজির রোববার সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খান হাবিবুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সাইদ নিয়াজ হোসেন পেয়েছেন ৩৩৯ ভোট।
সেই হিসেবে বিএনপির প্রার্থীর চেয়ে ৫৫ গুণের বেশি ভোট পেয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।
প্রথম শ্রেণির এই পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আসমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তানিয়া খাতুন এবং ৩ নম্বর ওয়ার্ডে কোহিনূর বেগম নির্বাচিত হয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে শামীম আহসান, ২ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডে খান আবু বক্কর, ৪ নম্বর ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু, ৯ নম্বর ওয়ার্ডে মো. ফারুক তালুকদার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন তিন জন। তারা হলেন ৫ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম শিপন, ৬ নম্বর ওয়ার্ডে তালুকদার আব্দুল বাকি এবং ৭ নম্বর ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা।
১৫ দশমিক ৮৮৮ বর্গকিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় ভোটার ৩৮ হাজার ২০০। এর মধ্যে ১৮ হাজার ৪২১ জন পুরুষ ও নারী ১৯ হাজার ৭৭৯ জন।