বগুড়ার ধুনট উপজেলা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করায় চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হলেও শনিবার গণমাধ্যমে তা জানানো হলো।
তৃতীয় দফায় গত ৩০ জানুয়ারি এই পৌরসভায় ভোট হয়।
বহিষ্কৃতরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসিফ ইকবাল সনি। তিনি বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ২৫ জন আহন হন। এই সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সরাসরি সাংসদের ছেলেকে দুষছে।
বহিষ্কৃত অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্মসম্পাদক মহসিন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিম।
তাদের বহিষ্কারের বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক।
তারিক বলেন, ধুনট পৌরসভা নির্রাচনে সাময়িক বহিষ্কৃত চারজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ কারণে গত ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের এক সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এই চারজনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আসিফ ইকবাল সনি মোবাইলে বলেন, ‘হুট করে মনে হলো, আর ফেসবুকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে হবে? ভোট হয়েছে ৩০ তারিখে। উপজেলা আওয়ামী লীগের কোনো সভা নেই। অথচ এখন শুনি আমাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
‘আমরা নৌকার পক্ষে ভোট করেছি। আমাদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে লাভ নেই। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমরা মুক্তিযোদ্ধার সন্তান।’