চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শামসুল আলম।
পটিয়া সদরে নিজ নির্বাচন পরিচালনা কেন্দ্রে রোববার বেলা ২টার দিকে তিনি এই ঘোষণা দেন।
শামসুল আলম বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের মারধর করা হয়েছে। ভোটকেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে। তাই আমি ভোট বর্জন করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দক্ষিণ জেলার সহসভাপতি আব্দুল সাত্তার রনি, মো. রফিক, নুরুল ইসলামসহ অনেকে।
নির্বাচনে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পটিয়ায় এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা।