সিলেটের কানাইঘাট পৌরসভার দুই ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিল দেয়ার কালি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ব্যালটে নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেও তা দেখা যাচ্ছে না বলে অভিযোগ ভোটারদের।এ অভিযোগে পৌরসভার দুটি কেন্দ্রে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ। এরপর কালি বদল করে ভোটগ্রহণ শুরু হয়।রোববার সকাল আটটা থেকে এ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।কানাইঘাট মনসুরিয়া দারুল উলুম মাদ্রাসা ও রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের অভিযোগ, ব্যালেট পেপারে সিল দেয়ার কালির মান খুব খারাপ। ব্যালেটের নির্দিষ্ট প্রতীকে সিল দিলেও তা দেখা যাচ্ছে না। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা।ভোটারদের ক্ষোভের মুখে দুপুরে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ। পরে নতুন কালি নিয়ে এসে ভোটগ্রহণ শুরু হয়।রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন শামিম আহমদ। তার অভিযোগ, ভোট দিলেও ব্যালট পেপারে কালি স্পষ্টভাবে পড়েনি। সঠিকভাবে সিল মারলেও কালি অস্পষ্টভাবে বসেছে। কালি না পড়ায় ভোট বাতিল হয়ে যায় কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।কানাইঘাট মনসুরিয়া দারুল উলুম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফকির আব্দুল আজিজ বলেন, ১৫ মিনিট কালির সংকট ছিল। তবে তা তেমন কোনো প্রভাব ফেলেনি। পরে নতুন কালি সরবরাহ করা হয়।রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল মালিক জানান, এখানে মোট ভোটার ২ হাজার ১৩৯ জন। ছয়টি বুথে ভোট গ্রহণ চলছে। তিনি বলেন, কালি নিয়ে ভোটারদের কিছুটা অভিযোগ ছিল। ভোট শুরুর ১৫ মিনিটের মধ্যে এ সমস্যার সমাধানও হয়ে যায়। এখন সুষ্ঠুভাবে ভোট চলছে।কাইনঘাটে নির্বাচনে মেয়র পদে ছয় জন, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৫ সালের ২৫ অক্টোবর কানাইঘাট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৯ হাজার ৪২৭ জন। তবে কালি-সংক্রান্ত অভিযোগ ছাড়া ভোটাররা নির্বাচনের পরিবেশ ও নিরপেক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কালি সমস্যায় কানাইঘাটে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ
কানাইঘাট মনসুরিয়া দারুল উলুম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফকির আব্দুল আজিজ বলেন, ১৫ মিনিট কালির সংকট ছিল। তবে তা তেমন কোনো প্রভাব ফেলেনি। পরে নতুন কালি সরবরাহ করা হয়।
-
ট্যাগ:
- পৌরসভা
এ বিভাগের আরো খবর/p>