হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে হামলা করেছে বেশ কিছু যুবক।
রোববার বেলা ৩টার দিকে পৌর এলাকার হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তবে প্রশাসনের পদক্ষেপে পিছু হটেছে যুবকরা। এ ঘটনায় অনেক ভোটারকে কেন্দ্র থেকে চলে যেতে দেখা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ রানা জানান, বেলা আড়াইটার দিকে ৫০ থেকে ৬০ জন যুবক কেন্দ্রে প্রবেশ করে হামলা চালায়। এ সময় আতঙ্কে ভোটাররা বিভিন্ন দিকে ছুটতে থাকেন। পরে র্যাব ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
বিএনপির কর্মী-সমর্থদের দাবি, ওই কেন্দ্রটি বিএনপির মেয়র প্রার্থী নাজিম উদ্দিন সামছুর বাড়ির পাশে। এই কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই হামলা চালানো হয়েছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখলের উদ্দেশ্যে বহিরাগত যুবকদের এনে হামলা চালিয়েছিল।
প্রিসাইডিং অফিসার মাসুদ রানা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।