বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন্দ্রে বিপুল ভোটার, আছে কারচুপির অভিযোগ

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৫

চতুর্থ ধাপে ভোট হচ্ছে ৫৫টি পৌরসভায়। এর মধ্যে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে, বাকি ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। কেন্দ্রগুলোতে দেখা গেছে ব্যাপক উপস্থিতি। তবে কারচুপির অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রে। হয়েছে সহিংসতাও।

বিশ্ব ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুনের ঢেউ লেগেছে চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি। তবে কারচুপির অভিযোগও উঠেছে অনেক কেন্দ্রে। ভোট থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন মেয়র প্রার্থী। আর ভোটকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছেন একজন।

চতুর্থ ধাপে ২৯ পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে, বাকি ২৬ পৌরসভায় ব্যালট পেপারে। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর সাড়ে ১টা পর্যন্ত অধিকাংশ পৌরসভাতেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছেন নিউজবাংলার প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, বেশির ভাগ ভোটকেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন, আর পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা বেশি।

সুষ্ঠু ভোট চলছে সিলেটের কানাইঘাটে। সেখানে ভোট ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার বাড়ার সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। ভোট নিয়ে আওয়ামী লীগ প্রার্থী লুৎফর রহমান ও বিএনপি প্রার্থী শরিফুল হকসহ কারও কোনো অভিযোগ নেই।

ভোট নিয়ে একই রকম পরিবেশ হবিগঞ্জের চুনারুঘাটে। সেখানে ইভিএমে ভোট হলেও কেউ কোনো সমস্যার কথা বলছে না। আর পুরুষ ভোটারদের তুলনায় নারীদের সংখ্যা ঢের বেশি। কোনো অভিযোগ জানাননি আওয়ামী লীগ মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল ও বিএনপির মেয়র প্রার্থী নাজিম উদ্দিন শামছুসহ কেউই।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী, তানোর ও তাহেরপুরে। চারটি পৌরসভার বেশির ভাগ কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।

তবে নওয়াটার বাজধানী ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও ভোটপ্রদান বিঘ্নিত হয়নি। কারো কোনো অভিযোগ নেই।

ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশালে ভোট হচ্ছে আমেজের সঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারদের সংখ্যা। পৌরসভা দুটিতে কোনো সহিংসতার ঘটেনি। আওয়ামী লীগ ও বিএনপি কোনো পক্ষ থেকে কোনো অভিযোগও আসেনি।

কুমিল্লা দাউদকান্দি ও হোমনায় ভোট হচ্ছে ইভিএমে। সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। ব্যাপক ভোটার উপস্থিতি থাকলেও পরিস্থিতি শান্ত।

বাগেরহাট সদর পৌরসভায় সকালে ভোটার উপস্থিতি কিছু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। ভোটারদের লাইনে নারীদেরই বেশি দেখা গেছে। কোনো অনিয়মের অভিযোগও পাওয়া যায়নি।

যশোরের চৌগাছায় একজন কাউন্সিলর প্রার্থী ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন। তবে সেখানে সার্বিক অবস্থা স্বাভাবিক দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য। জেলার বাঘারপাড়া পৌরসভায় কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। প্রতিটি কেন্দ্রের সামনেই দীর্ঘ লাইন।

চট্টগ্রামের পটিয়ার গবিন্দরখীলে নির্বাচনী সহিংসতার সময় চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা

সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।

পৌরসভার গোবিন্দরখীল এলাকায় দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. আবদুল মাবুদ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই।

এ ঘটনায় আটক করা হয়েছে ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও আবদুল মান্নানকে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, ‘নিহত আবদুল মাবুদের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গোবিন্দরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়েকটি পৌরসভায় ভোট চলাকালে সহিংসতার খবর পাওয়া গেছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক জন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন। এ সময় একটি ককটেল বিস্ফোরণও করা হয়।

সংঘর্ষের কথা স্বীকার করলেও গুলিবিদ্ধের ঘটনা নাকচ করে দিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘শুনেছি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে গুলিবিদ্ধের ঘটনা ঘটেনি।’

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় দুপুর ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি দোকানে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম নিউজবাংলাকে বলেন, গোবিন্দরখীল স্কুল কেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও আবদুল মান্নানের সমর্থকেরা জড়ো হতে থাকে। দুপুর ১২টার দিকে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন দুই পক্ষই কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি দোকানের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার একটি কেন্দ্রে ভোট দেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন আহত হয়েছেন।

পৌরসভার হ‌রিপুর কেন্দ্রে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম।

জীবননগরে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী। ছবি: নিউজবাংলা

ভোট বর্জন

অনিয়ম, কারচুপি ও নৌকা প্রার্থীদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ছয়টি পৌরসভায় কয়েকজন মেয়র প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাজাহান কবির।

উপজেলা বিএনপির কার্যালয়ে রোববার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। বলেন, ‘প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।’

একই অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির মেয়রপ্রার্থী মো. এহেসান কুফিয়া।

ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশালের বানারীপাড়া পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু।

ভোট কারচুপির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম খান।

অনিয়মের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ে সদর পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী এবং চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত প্রার্থী ইমাম হোসেন।

এ বিভাগের আরো খবর