বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পটিয়ায় সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:৫৫

গোবিন্দারখীল কেন্দ্রের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও আবদুল মান্নানের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গোলাগুলি হয়। এতে এক জন নিহত হন।

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।

পৌরসভার গোবিন্দারখীল এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল মাবুদ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই।

এ ঘটনায় আটক করা হয়েছে ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও আবদুল মান্নানকে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, ‘নিহত আবদুল মাবুদের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

এর আগে গোবিন্দারখীল ভোটকেন্দ্রের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী রাজীব ও আবদুল মান্নানের অনুসারীরাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গোলাগুলি হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি দোকানে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই কাউন্সিলর প্রার্থীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংঘর্ষের পর দুই কাউন্সিলর প্রার্থীকে আটক করে পুলিশ। ছবি: নিউজবাংলা

এ বিভাগের আরো খবর