চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি দোকানে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম নিউজবাংলাকে বলেন, সকাল ১১টার পর থেকে গোবিন্দরখীল স্কুল কেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও আবদুল মান্নানের সমর্থকেরা জড়ো হতে থাকে।
দুপুর ১২টার দিকে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন দুই পক্ষই কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ছাড়া একটি চায়ের দোকানে আগুন দিয়েছে হামলাকারীরা।
এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব বলেন, কেন্দ্রের সামনে আমার সমর্থকরা অবস্থান করছিল। কিন্তু হঠাৎ করে আবদুল মান্নানের অনুসারীরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি দোকানের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।