ভোট কারচুপির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম খান।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এর আগে সকালে ভোট শুরুর পর সব কটি কেন্দ্রে মেয়র পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দেয়ার অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া ও বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন আব্দু।
নির্বাচন বর্জনের বিষয়ে মেয়র প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, ‘ভোটের সুষ্ঠু কোনো পরিবেশ নেই। নৌকার লোকজন জোর করে নৌকায় ভোট দিতে ভোটারদের বাধ্য করছে… ভোটাররা ফিঙ্গার দেয়ার পর নৌকার লোকজনই নৌকায় ভোট দিচ্ছে। বলছে কাউন্সিলর ভোট যাকে খুশি তাকে দেন। নৌকার ভোট হয়ে গেছে। বেশি কথা বললে পুলিশ দিয়ে গ্রেপ্তারে ভয় দেখানো হচ্ছে।’
এসব অভিযোগ কানে এলেও প্রমাণ পাননি বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি বলেন, ‘আমি সব কয়টি কেন্দ্র ঘুরেছি, এমন কিছু দেখতে পাইনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’