বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বাচ্চা ছোট, তাই বলে কি ভোট দিব না’

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪০

‘কয়েক বছর পরপর ভোট দেয়ার সুযোগ আসে। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই একটু সময় লাগলেও এবং কষ্ট হলেও নিজের পছন্দের প্রার্থীকে ভোটটা দিলাম।’

গৃহবধূ জেসমিন নাহার জুঁই। ছয় মাসের সন্তান ইয়াসির হোসাইনকে নিয়ে এসেছেন ভোট দিতে। স্কুলশিক্ষক স্বামী কাজে ব্যস্ত থাকায় বাবাকে সঙ্গে এনেছেন তিনি।

মেলান্দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামদেব এলাকার বাসিন্দা জেসমিন নাহার জুঁই। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন উমির উদ্দিন পাইলট হাইস্কুল ও কলেজ কেন্দ্রে। তিনি যখন ভোট দেন তখন তার ছেলেকে নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা।

ভোট শেষে ফেরার সময় জুঁইয়ের সঙ্গে কথা হয় নিউজবাংলার।

জুঁই বলেন, ‘বাচ্চা ছোট, তাই বলে কি ভোট দিব না? বাসায় কেউ নেই। তাই বাবাকে সাথে এনেছি বাচ্চাকে রাখার জন্য। একটু কষ্ট হলেও ভোট তো দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর পরপর ভোট দেয়ার সুযোগ আসে। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই একটু সময় লাগলেও এবং কষ্ট হলেও নিজের পছন্দের প্রার্থীকে ভোটটা দিলাম।’

২৮ বছর বয়সী জুঁই বলেন, ‘সবারই ভোট দেয়া প্রয়োজন। নিজের ভোটটি নষ্ট করার কি দরকার?’ একজন সচেতন নাগরিক হিসেবে সবাই ভোট দেবেন বলে আশা করেন তিনি।

মেলান্দহ পৌরসভায় মেয়র পদে লড়াই করছেন তিন জন। এরা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিক জাহেদী রবিন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৭০টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এ ছাড়া তিনটি অস্থায়ী ভোটকক্ষ রাখা হয়েছে।

মেলান্দহ পৌরসভর ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৯৯৮ সালের ২৪ মার্চ মেলান্দহ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। গ শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ১২ হাজার ৭২৫ জন।

এ বিভাগের আরো খবর