বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীবননগরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ১১:০৩

বিএনপির মেয়র প্রার্থী শাহাজাহান কবির বলেন, ‘প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।’

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাজাহান কবির।

উপজেলা বিএনপির কার্যালয়ে রোববার সকাল ১০টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

এ সময় শাহাজাহান অভিযোগ করেন, ‘প্রশাসন আমাকে বারবার নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শুরু হলে আমার কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। প্রশাসনের কাছে জানালে তারা বলেন যে, উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।’

অভিযোগ মিথ্যা জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির কোনো এজেন্টকে বের করে দেয়া হয়নি। এটি অসত্য। বিএনপির প্রার্থীরা নির্বচনের দিনই ভোট বর্জন করে। এটা তাদের স্বভাব।’

জীবননগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, ‘মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট হিসেবে যারা ভোটকেন্দ্রে এসেছেন তাদের তালিকা লিপিবদ্ধ করে সুযোগ দেয়া হয়েছে। যারা আসেননি তাদের কীভাবে সুযোগ দেয়া হবে?’

তিনি আরও জানান, এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী কোনো লিখিত অভিযোগ করেননি।

এই পৌরসভায় এখন মেয়র পদে ভোটে আছেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকন মিয়া।

এ বিভাগের আরো খবর