চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে রোববার নরসিংদীর মাধবদীতে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেবে কমিশন।
সবকিছু ঠিক থাকলে মাধবদী পৌরসভার মোট ৩২ হাজার ৪৮২ জন ভোটার ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
প্রথমবারের মতো মাধবদীতে ইভিএমে ভোট দেয়া নিয়ে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। অনেকের মধ্যে আবার দেখা দিয়েছে শঙ্কা। তবে সকল শঙ্কা কাটিয়ে ভোটাররা যাতে সঠিকভাবে তাদের ভোট দিতে পারেন সেজন্য প্রার্থীদের উপস্থিতিতে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। হাতে-কলমে ভোট দেয়া প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পালন করেছে জেলা নির্বাচন কমিশন।
এ ছাড়া ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স মোতায়েনসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি এর মধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন।
মাধবদী পৌরসভায় মেয়র পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনির হোসেন শামীম ও স্বতন্ত্র পদে ফরিদা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চারটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট নির্বাচন অফিস।
এদিকে, গতকাল শুক্রবার নির্বাচনি প্রচারের শেষ দিনে ব্যাপক গণসংযোগ ও শোডাউন করেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, ইভিএমে ভোট উপলক্ষে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিগত সময়ে মাধবদী পৌরসভা নির্বাচনের বিশৃঙ্খলার কথা মাথায় রেখে ১২টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনটিকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন তারা।
ভোটাররা জানান, প্রত্যেক প্রার্থীই তাদের দ্বারে দ্বারে এসে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ভোট দেয়ার সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে তারা যোগ্য প্রার্থীকেই ভোটের মাধ্যমে বেছে নিবেন বলে জানান।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মাধবদী পৌরসভার আয়তন ৬ দশমিক ০৪ বর্গ কিলোমিটার। মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪৮২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন।