ভোটের রাজনীতিতে বিএনপির কোনো আস্থা নেই মন্তব্য করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, কেবল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় দলটি।
স্থানীয় সরকার নির্বাচনে অনেক জায়গায় বিএনপির প্রচার চোখে পড়ছে না উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। তাই তারা ভোটও চাইতে পারছে না।
বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া পৌর মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপনের পক্ষে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সেলিম মাহমুদ বলেন, ‘বিএনপি একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এই অভিশাপের মূল কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিকল্পনা ও নির্দেশেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এ দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি তারাই প্রতিষ্ঠা করেছে। তাই দলটি কোনো কিছুতেই সফল হচ্ছে না।’
অভিশপ্ত হিসেবে বিএনপি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘দলটি ২১ আগস্টে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। এই হামলার কারণে জাতির কাছে আজ তারা ঘৃণিত।’
নৌকার প্রার্থীর নির্বাচনি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ গাজী, সহসভাপতি ড. জেআর মোদাস্যের টিপু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, চাঁদপুরের মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, জেলা ছাত্রলীগ সভাপতি জহিরউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ আরও অনেকে।
রোববার চতুর্থ ধাপে কচুয়া পৌরসভায় ভোট। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন।